Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মহাত্বতা
ছবি
ডাউনলোড

কোম্পানীগঞ্জের সন্তান আফতাব আহমেদের কর্ম,আমরা সম্প্রীতির বিশ্বাসী, জী এটায় আমাদের ধর্ম।

আদিনাথ মন্দির এলাকা। অসহ্যরকমের ভিড়, সময় মতো পুজা দিতে হবে তাই সবাই যে যার মতো নিজের বিষয়ে ব্যস্ত। মাতুল্য বুড়ো নারীটি কাতর স্বরে সবার কাছে আকুতি রেখে চলছে -তারে যেনো মূল মন্দিরে ঢোকার সুযোগ দেওয়া হয়। বহু সময় ধরে এই অবস্থা চলার পর দৃশ্যটি সবাই অগ্রাহ্য করলেও এমন মানবিক ছবিটি চোখ এড়াইনি একজন পুলিশ কনস্টবলের,জী তিনি আমাদের কোম্পানীগঞ্জের আফতাব আহমেদ। পাজকোলা করে বুকে তুলে নিলেন প্রায়ই হাটতে অক্ষম এই মা-মানুষটিকে। মন্দিরের একেবারে জিরো পয়েন্টে নিয়ে গিয়ে পুজা ও প্রাণখুলে প্রার্থনা করবার সুযোগ করে দিয়ে শেষে কোলে করে আবার রেখে আসলেন নিরাপদ অবস্থানে। ডিউটির ব্যস্ততম সময়ে এই ছোটো একটি কাজ করতে পেরে বেশ প্রফুল্ল এই মুসলমান পুলিশ।