Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সারাদেশের ন্যায় কোম্পানীগঞ্জে বই উৎসবে মেতেছে প্রাথমিক-মাধ্যমিক শিক্ষারর্থীরা
বিস্তারিত

আজ ১ জানুয়ারি দেশব্যাপী পালন করা হয়েছে বই উৎসব। সারাদেশের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তুরের শিক্ষার্থীদের খালি হাতে আসছে বিনামূল্যের নতুন চকচকে বই। আনন্দে মেতেছে সারাদেশের শিক্ষার্থীরা।

বিভিন্ন জায়গায় সকালের সূর্যের দেখা না মিললেও নতুন বইয়ের সূর্য ঠিকই উদিত হয়েছে। বই উৎসবে সামিল হতে সকাল থেকে দেশের প্রতিটি স্কুলে শিক্ষার্থীরা ছুটে গেছে।

এছাড়া সারাদেশের ন্যায় উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে একই অনুষ্ঠান হয়েছে নিজ নিজ উদ্যোগে। সেখানে স্থানীয় প্রতিনিধি ও গভর্নিং কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন। স্কুলের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এবার ২০১৮ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যের ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি পাঠ্যবই বিতরণ করা হবে শিক্ষার্থীদের মধ্যে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চার কোটি ৪২ লাখ ৪ হাজার ১৯৭ জন শিক্ষার্থী রয়েছে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক পরিসংখ্যানে বলা হয়েছে।

এনসিটিবি জানিয়েছে, গত বছরের চেয়ে এবার ১০ লাখ ৭০ হাজার ৯৬৬ জন শিক্ষার্থী বেড়েছে। ফলে এবার ৭১ লাখ ৯৩ হাজার ৩৬৯টি বই বেশি ছাপা হয়েছে।

এসময় উপজেলার ৩৪ টি হাই স্কুল এবং ৯০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/01/2018
আর্কাইভ তারিখ
31/12/2018